ভোটের আগে দলত্যাগীদের নিয়ে স্পষ্টভাষী ফিরহাদ
অনেকেই মনে করছেন , দল থেকে হেভিওয়েট নেতা চলে যাওয়ার ফলে তৃণমূল কিছুটা হলেও দুর্বল । তবে এসব মানতে নারাজ. দিদির অন্যতম ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম । এই নির্বাচনকে 'কেকওয়াক ইলেকশন' বলে মনে করেন ববি হাকিম । তিনি মনে করেন, বিভিন্ন ভয়ের কারণে বিজেপি কে সেফ হোম বলে মনে করে যাচ্ছেন । মনে করছেন ওখানে আইন ছুঁতে পারবে, কিন্তু তা হবে না । অন্যায় করলে শাস্তি পাবেন, না করলে পাবেন না । তিনি এদিন কথা তোলেন সংখ্যালঘু ভোটের কথাও ।তাঁর মতে, অ-বিজেপি দলগুলি একসঙ্গে আসবে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করবেন । তবে পরে দলচ্যুত মানুষকে তৃণমূলে নেওয়া হবে কিনা, তা নির্ধারণ করা হবে সময় এবং পরিস্থিতির উপর ।
Last Updated : Mar 17, 2021, 11:52 AM IST