পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

এক জায়গায় বিবেকানন্দ-বঙ্কিম, সৌমিত্র থেকে সুশান্ত

By

Published : Dec 20, 2020, 1:59 PM IST

সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন, সুশান্ত সিং রাজপুত একই ছাদের তলায় । শুধু তাই নয়, বিবেকানন্দ থেকে বঙ্কিমচন্দ্র এমনকী রোনাল্ডিনহো। এই প্রথমবার মোমের মূর্তির প্রদর্শনী শুরু হয়েছে আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের তৈরি এই মূর্তিগুলি নিয়েই আসানসোলে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু হয়েছে মূর্তির প্রদর্শনী। তাঁর হাতেই প্রাণ পেয়েছিল জ্যোতি বসু কিংবা মারাদোনার মূর্তি। একেবারে যেন জীবন্ত মূর্তি তৈরি করে চমকে দিয়েছিলেন আসানসোলের বিশিষ্ট এই ভাস্কর । কলকাতা মাদার ওয়াক্স মিউজ়িয়াম তাঁর হাতেই তৈরি। আগামী দিনে আসানসোলেও একটি ওয়াক্স মিউজ়িয়াম তৈরি করার ইচ্ছে রয়েছে শিল্পীর। জনসাধারণের বিনামূল্যে এই প্রদর্শনী দেখবার সুযোগ থাকছে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত । লকডাউনের পর নিউ নর্মালে মানুষ ঝেড়ে ফেলতে চাইছে ২০২০ সালের সমস্ত গ্লানি । বর্ষশেষের এই উৎসবের আমেজে আসানসোলের মানুষকে নতুন করে উচ্ছ্বাসে মাতিয়েছে এই মোমের মূর্তি প্রদর্শনী ।

ABOUT THE AUTHOR

...view details