Doctors Rath Yatra: মানুষের স্বার্থে অভিনব রথ, প্রসাদের পরিবর্তে মিলছে চিকিৎসা পরিষেবা - চিকিৎসক দিবসে অভিনব রথযাত্রা
বাস্তবে যাঁরা আমাদের জীবনদান করেন, যন্ত্রণা থেকে মুক্তি দেন, মুমূর্ষু মানুষকে বাঁচতে শেখান, সেই চিকিৎসকরাই হলেন আমাদের সবার কাছে ভগবান ৷ কোনও ছবি বা মূর্তিতে নয়, যাঁদের আমরা স্বচক্ষে দেখি ৷ চিকিৎসক দিবস ও রথযাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় অভিনব রথ দেখা গেল(unique Rath yatra on doctors day in kolkata)৷ যে রথে জগন্নাথ দেবের বদলে রয়েছেন ডাঃ বিধানচন্দ্র রায়(Doctors Rath Yatra)৷ আর প্রসাদের বদলে রথ দাঁড় করিয়ে পথ চলতি প্রায় 200জন মানুষকে এদিন দেওয়া হয় চিকিৎসা পরিষেবা ৷ ব্লাড সুগার, ইসিজি, ব্লাড প্রেসার-সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই রথের মাধ্য়মে ৷ রথের আগের দিন এক অভিনব উদ্যোগ নেয় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন । উত্তর কলকাতার রাস্তা ধরে এগিয়ে চলা এই রথের নাম দেওয়া হয়েছে জীবন দেবতা রথ ৷ শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে শুরু করে দেশবন্ধু পার্ক হয়ে আরও বিভিন্ন জায়গা ঘুরে আহিরীটোলায় থামে এই রথ ৷