পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tourists faces punishment : নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রস্নান,পর্যটকদের কান ধরে ওঠবোস করাল সিভিক ভলেন্টিয়ার - নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র স্নান, কান ধরে ওঠবোস করাল পুলিশ

By

Published : Dec 6, 2021, 5:13 PM IST

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে চরম শাস্তির মুখে পড়লেন একদল পর্যটক । বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের কান ধরে ওঠবোস করালেন ফ্রেজারগঞ্জ উপকূল থানার কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার (Tourists faces punishment for bathing in the bakkhasli sea inspite of government ban) । আগেই বকখালিতে আসা পর্যটকদের সমুদ্রস্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন । কিন্তু এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করে সোমবার সমুদ্রে নামার চেষ্টা করেন একদল পর্যটকরা । প্রথমে ওই সিভিক ভলেন্টিয়ার পর্যটক দলটিকে বোঝানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু তাঁরা নাছোড়বান্দা হওয়ায় শেষমেষ দলের বেশ কয়েকজনকে কান ধরে ওঠবোস করান ফ্রেজারগঞ্জ উপকূল থানার এক সিভিক ভলেন্টিয়ার ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details