Digha Tourist Death : দিঘায় কাঁকড়া খেয়ে প্রাণ গেল কলকাতার যুবকের
দিঘায় বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না কলকাতার বেহালার বাসিন্দা সৌম্যদীপ শিকদারের ৷ 22 বছরের সৌম্যদীপ শুক্রবারই পরিবারের সদস্যদের সঙ্গে দিঘা আসেন ৷ শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় দুপুরের খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, ওই যুবকের অ্যালার্জির সমস্যা ছিল ৷ তা সত্ত্বেও ভাতের সঙ্গে চিংড়ি, কাঁকড়া খান তিনি ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৌম্যদীপের মাসি ৷