তাড়িয়ে দিল পদ্ম, ফুলটুসি জব্দ : কুণাল ঘোষ - কুণাল ঘোষকে নাম না নিয়ে আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায়
এসএসকেএম থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নাম না নিয়ে আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায় ৷ বলেন, ‘‘যাঁরা বিভিন্ন সময় জেলে কাটিয়েছেন, তাঁরা এখন তৃণমূলের মুখপাত্র হয়ে কথা বলছেন । বৈশাখী সম্পর্কে কথা বলার আগে নিজেকে দেখুন । আগে বৈশাখীর নখের যোগ্য হয়ে দেখাক ৷’’ যদিও এরপরই বিস্ফোরক কুণাল ঘোষ ৷ ফোনে ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘ গোটা বিষয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূলের যাঁরা ছিলেন তাঁরা প্রকৃত অসুস্থ ৷ কিন্তু বাকি যিনি আছেন, তাঁর হয়ে একজন অভিযোগ করছেন তাঁকে আটকে রাখা হয়েছে ৷ তিনি সম্পূর্ণ সুস্থ হয়েও সমস্ত টার্ম-কন্ডিশন অগ্রাহ্য করেছেন ৷ তিনি ছাড়া পেলেও তাঁকে জেলে ফিরতে হবে ৷ এটাই নিয়ম ৷ আমিও জেলে ছিলাম ৷ আমিও আইন মেনেছি ৷ ববিদা আইন মেনেছেন ৷ সুব্রতদা আইন মানছেন ৷ মদনদা আইন মেনেছেন ৷ কিন্তু ওঁদের ক্ষেত্রে দেখছি তাড়িয়ে দিল পদ্ম, ফুলটুসি জব্দ ৷ এক সেকেন্ডের জন্য হলেও তাঁকে জেলে যেতে হবে ৷’’