SSC: দীর্ঘ প্রতীক্ষার পর মুখে হাসি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের - শারীরশিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা
দীর্ঘ প্রতীক্ষার অবসান শারীরশিক্ষা, কর্মশিক্ষার বঞ্চিত চাকরিপ্রার্থীদের (SSC)! সল্টলেক আচার্য সাধনের সামনে গান গেয়ে, নিজেরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে খুশির আনন্দ ভাগ করে নেন। দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি নিয়ে ঘরে ফিরলেন শারীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনারের পক্ষ থেকে শুক্রবার একটি নোটিফিকেশন বেরোয় (SSC Recruitment Notification) যেখানে বলা হয়েছে যে বা যারা মেধা তালিকাভুক্ত উত্তীর্ণ শারীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থী রয়েছেন নভেম্বর মাস থেকেই তাঁদের কাউন্সিলিং শুরু হবে ৷ নভেম্বর মাসের 11 থেকে 12 তারিখ শারীরশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে, এবং 12 থেকে 14 তারিখ কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে। আর এই কাউন্সেলিং শুরু হলে পরবর্তী সময় তাঁরা তাঁদের সুবিধামতো জায়গা বা এলাকার স্কুল বেছে নিতে পারবেন।