পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja 2022: লেবুতলা সার্বজনীনে পুজোর উদ্বোধন করলেন মহারাজ - দুর্গাপুজো

By

Published : Sep 26, 2022, 8:46 PM IST

সোমবার দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) সোনারপুরের (Sonarpur) লেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির (Lebutala Sarbojanin) পুজোর (Durga Puja 2022) উদ্ধোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ এদিন প্রথা মেনে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন (Puja Inauguration) করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ৷ এরপর পুরোহিতের নির্দেশ অনুসারে মায়ের পায়ে ফুলও দেন তিনি ৷ প্রতিমার আরতি করেন ৷ প্রসঙ্গত, এবছর লেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনের 21তম বর্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details