পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TMC 21st July Song: কেশব দে'র কণ্ঠে 21 জুলাইয়ের প্রচারে গান প্রকাশ টিএমসিপি’র - টিএমসিপি

By

Published : Jul 19, 2022, 5:41 PM IST

Updated : Jul 19, 2022, 6:46 PM IST

21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের প্রচারে গান রিলিজ করল তাদের ছাত্র সংগঠন (Song for TMC 21st July Campaign Which is Sung by Keshab Dey) ৷ তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রকাশ করা এই গানটি গেয়েছেন কেশব দে ৷ যেখানে মমতা বন্দ্যোরপাধ্যায়ের আন্দোলনকে প্রেক্ষাপটে রেখে এই গান তৈরি করা হয়েছে ৷ যা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘‘আমরা প্রত্যেক বছর একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে প্রচার করি ৷ সেই প্রচার কর্মসূচিরই একটা অংশ এই গান ৷ এই গানটি গেয়েছেন কেশব দে। মূলত এই গানের মাধ্যমে মমতা বন্দ্যোধ্যায়ের রাজনৈতিক জীবন, লড়াই, তৃণমূল কংগ্রেসের নীতি, আদর্শের কথায় তুলে ধরা হয়েছে ৷
Last Updated : Jul 19, 2022, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details