পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Saokat Molla on CBI Summon : কয়লাপাচারের প্রমাণ দিক সিবিআই, চ্যালেঞ্জ শওকত মোল্লার - Saokat Molla on CBI Summons Over Coal Smuggling

By

Published : May 28, 2022, 9:24 AM IST

Updated : May 28, 2022, 10:06 AM IST

কয়লাপাচারে যুক্ত থাকার প্রমাণ দিলে হাসি মুখে ফাঁসির মঞ্চে চড়ে যাবেন ৷ দুর্নীতির অভিযোগে সিবিআই তলবে এভাবেই সরব হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ৷ বাখড়াহাট গ্রামপঞ্চায়েত এলাকায় একটি কর্মিসভায় যোগ দেন এই তৃণমূল নেতা ৷ সেখানেই তাঁর চ্যালেঞ্জ, "কয়লাপাচার তো দূর ঘুঁটে পাচারের প্রমাণ দিক সিবিআই ৷" (Saokat Molla on CBI Summons Over Coal Smuggling) ৷ প্রসঙ্গত, শওকত মোল্লাকে গত শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই ৷ কিন্তু, রাজনৈতিক কর্মসূচি রয়েছে এ কথা জানিয়ে আইনজীবী মারফত একমাস সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ এ দিনের কর্মিসভা থেকে এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি ৷ অভিযোগ করেন, শুভেন্দুর উস্কানিতেই সিবিআই দিয়ে তৃণমূলের নেতাদের হেনস্থা করা হচ্ছে ৷
Last Updated : May 28, 2022, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details