পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

RSS Workers Agitation : আরএসএস নেতাকে ঘিরে বিক্ষোভ কর্মীদের - rss workers agitation in arambag

By

Published : May 3, 2022, 9:55 AM IST

আরএসএস নেতাকে ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয় কর্মীদের (RSS Workers Agitation)। ঘটনায় উত্তাল গোঘাটের বালিবেলা শিশু মন্দির বিদ্যালয় প্রাঙ্গণ । বিক্ষোভকারীদের দাবি, আরএসএসের প্রচারক রমাপদ পাল বিধানসভা নির্বাচনের সময় কর্মীদের বিজেপির হয়ে ভোট প্রচারে নামালেও পরবর্তীতে তাঁদের নিরাপত্তার কথা আর ভাবেননি । ফলত, ভোটের পর বিজেপি কর্মীদের হাতেই আক্রান্ত হতে হয়েছে তাঁদের বলে দাবি বিক্ষুব্ধ আরএসএস কর্মীদের । এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা । আরএসএসের একটি অনুষ্ঠানে গোঘাটের বালিবেলা শিশু মন্দির বিদ্যালয়ে হাজির হয়েছিলেন আরএসএসের ক্ষেত্রিয় প্রচারক রমাপদ পাল । এদিন তিনি ঘটনাস্থলে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ কর্মীরা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর রমাপদ পাল অভিযোগগুলি স্বীকার করলে বিক্ষোভ তুলে নেওয়া হয় । যদিও এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি রমাপদ ।

ABOUT THE AUTHOR

...view details