পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ছোটোবেলায় বাবাকে হারায়, মাধ্যমিকে মেধাতালিকায় রিঙ্কিনী - madhyamik

By

Published : Jul 15, 2020, 12:04 PM IST

Updated : Jul 15, 2020, 4:52 PM IST

মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী রিঙ্কিনী ঘটক। সে বলে, " এতটা ভালো ফল আশা করিনি ৷ তবে, ফল ভালো হবে জানতাম ৷ " রিঙ্কিনীর প্রিয় বিষয়- বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি এবং বাংলা। নিয়মিত 6-7 ঘণ্টা পড়াশোনা করত সে । এর পাশাপাশি ছবি আঁকা, আবৃত্তি ছিল তার পছন্দের বিষয় । আগামী দিনে বিজ্ঞান শাখায় পড়াশোনার পর গবেষণা করতে চায় সে । রিঙ্কিনীর বাবা নেই ৷ ছোটোবেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৷ মা ভাস্বতী ঘটক পেশায় আইনজীবী। তিনি জানান, " স্বামীর মৃত্যুর পর খুব চাপে ছিলাম ৷ আমার মেয়ে পড়তে ভালোবাসে ৷ এই ফল আমাকে তৃপ্তি দিয়েছে ।"
Last Updated : Jul 15, 2020, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details