পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ছাগল খেল অজগর, উদ্ধারে গিয়ে নিয়ম ভাঙল বনকর্মীরা - jalpaiguri

By

Published : Jul 6, 2020, 4:44 PM IST

Updated : Jul 7, 2020, 12:52 AM IST

গ্রামে ঢুকে ছাগল খেল অজগর ৷ এদিকে ছাগলকে খেতে দেখে সাপটিকে তাড়া করেন গ্রামের বাসিন্দারা । খবর দেওয়া হয় বেলাকোবা রেঞ্জে ৷ বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেন ৷ তবে নিয়মমতো উদ্ধার করা হয়নি বলে অভিযোগ । সাপটির গলায় একটি দড়ি বাঁধা ছিল ৷ ওই দড়িটি ধরে টানতেও দেখা যায় বনকর্মীদের ৷ সাধারণত কোনও কিছু খাওয়া অবস্থায় অজগর উদ্ধার করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করা হয় । কাপড় দিয়ে সাপটির মুখ ঢেকে কাপড়ের থলেতে করে নিয়ে যাওয়া হয় । কিন্তু এক্ষেত্রে সাপটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় । গাড়ির ডিকিতে সাপটিকে ছুঁড়ে দেওয়া হয় । সেই সময় পড়ে যায় সাপটি । এই বিষয়ে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নীশা গোস্বামী বলেন, "যেভাবে অজগরটিকে উদ্ধার করা হয়েছে তা ঠিক হয়নি । খোঁজ নিয়ে দেখতে হবে কেন এমন হল । "
Last Updated : Jul 7, 2020, 12:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details