Car Accident in Darjeeling: দার্জিলিংয়ে গাড়ি দুর্ঘটনায় 1 ব্যক্তির মৃত্যু, ধৃত চালক - Road Accident
দার্জিলিংয়ের গোড়াবাড়িতে বাতাসিয়া খোলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির (One Person Died in a Car Accident in Darjeeling) ৷ জানা গিয়েছে, গোড়াবাড়ির বাসিন্দা বখতা বাহাদুর থাপা এবং কুমার ঠাকুরি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন গাড়িতে ৷ সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে পড়ে যায় (Road Accident) ৷ দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই বখতা বাহাদুর থাপা মারা যান বলে পুলিশ সূত্রে খবর ৷ আরেক যাত্রী কুমার ঠাকুরি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, গতি অত্যধিক থাকার কারণেই চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি ৷ দার্জিলিংয়ের জোরবাংলো থানায় একটি মামলায় দায়ের করা হয়েছে ৷ পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে ৷