সারা শরীরে বেঁধে রাখা মদের বোতল , অন্ধ্রপ্রদেশে গ্রেপ্তার ব্যক্তি - liquor
অন্ধ্রপ্রদেশের নান্দিগামা পুলিশ স্টেশনের পুলিশ জোনালাগদদা চেক পোস্টে তল্লাশি চালানোর সময় মদের বোতল সমেত ব্যক্তিকে গ্রেপ্তার ৷ সে তার পুরো শরীরে বোতলগুলি বেঁধে রেখেছিল ৷ আবগারি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷