পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Md Salim Slams BJP: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের - সিটুর সমাবেশ

By

Published : Sep 11, 2022, 10:52 PM IST

আগেও ছোট ছোট রাজ্য হয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি। বেকারত্ব, দারিদ্রতা ঘোচেনি। উত্তরবঙ্গের অনুন্নয়ন বেকারত্ব দূর করতে হবে । 2014 থেকে 2022 পর্যন্ত কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য কী করেছে ? কাজেই বাংলা ভাগ করে সমস্যা মিটবে না। রবিবার এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim)। এদিন কোচবিহারে সিটুর (Centre of Indian Trade Unions) তরফে ছিল জেলা সম্মেলন ৷ তাতেই উপস্থিত হয়েছিলেন তিনি ৷ এদিন সিপিএমের বর্ষীয়ান নেতা আরও জানান, তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিয়ে টাকা উদ্ধার হচ্ছে, বিজেপি নেতাদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় মিলবে।

ABOUT THE AUTHOR

...view details