ভয়ঙ্কর খেলা হবে, রেফারির নাম মমতা : অনুব্রত - বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল
"ভয়ঙ্কর খেলা হবে, আর এই খেলার রেফারি মমতা বন্দ্যোপাধ্যায়।" ইলামবাজারের জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের স্লোগান "ভয়ঙ্কর খেলা হবে" রাজ্যজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে । এদিন ইলামবাজারের জনসভা থেকে আরও এক ধাপ এগিয়ে তিনি সংযোজন করে বলেন, "খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতে খেলা হবে। আর এই খেলার রেফারির মমতা বন্দ্যোপাধ্যায় ।’’ জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কে গেল, কে এল, তাতে কিছু এসে যায় না। পাতা ঝরে গেলে গাছটাকে বুড়ো লাগে। তারপর নতুন পাতা বেরোয়। তৃণমূল কংগ্রেসের নতুন পাতা বেরোবে। তৃণমূলে নেতাদের কোনও দাম নেই।"