হরিশচন্দ্রপুর থানা ঘেরাও খগেন মুর্মুর - khagenmurmu
হরিশচন্দ্রপুর থানার IC-র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু । গতকাল রাতভর থানা ঘেরাও করেন তিনি ৷ বলেন," হরিশ্চন্দ্রপুর থানার IC শাসকদলের দলদাস হিসেবে কাজ করছেন । তিনি তৃণমূলের কথায় কাজ করছেন । দিন আনা দিন খাওয়া গরিব মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছেন । এখানে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হলে তিনি কোনও পদক্ষেপ করছেন না ।" দলীয় প্রতিনিধির অভিযোগ নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে দেখা করতে যান উত্তর মালদার সাংসদ। সেই সময় পুলিশকর্মীরা সাংসদ-সহ দু'জনকে থানায় প্রবেশের অনুমতি দেন। কিন্তু তাতে রাজি হননি BJP কর্মী সমর্থকরা। এরপরই খগেন মুর্মুর নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন BJP কর্মী সমর্থকরা। ভোর সাড়ে চারটে পর্যন্ত থানা ঘেরাও চলে ৷
Last Updated : Aug 15, 2020, 9:18 PM IST