Joy Banerjee : মমতার বিরুদ্ধে অবাঙালিকে প্রার্থী করাই ভুল সিদ্ধান্ত, দাবি জয়ের - মমতা বন্দ্যোপাধ্য়ায়
আবারও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয় ৷ প্রত্যাশা মাফিক জয়লাভ করেন মুখ্যমন্ত্রী ৷ আর তাতেই উচ্ছ্বসিত বিজেপি নেতা ৷ তাঁর দাবি, ভবানীপুরে মমতা যে 50 হাজারেরও বেশি ভোটে জিতবেন, সেই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন তিনি ৷ এই কেন্দ্রে বিজেপির পরাজয়ের জন্য দলকেই দায়ী করেছেন জয় ৷ তাঁর যুক্তি, মমতার মতো লড়াকু নেত্রীর বিরুদ্ধে একজন অবাঙালিকে প্রার্থী করেই ভুল করেছে বিজেপি নেতৃত্ব ৷