"গুজরাতে গেলে কি ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরে দেখা যাবে", কটাক্ষ জ্যোতিপ্রিয়র - গুজরাত
বাংলাকে তাঁরা গুজরাত বানাবেন ৷ এই মন্তব্য করেছিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার তাঁর সেই বক্তব্যের পালটা দিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । বলেন, ‘‘গুজরাত স্বর্গ নাকি ? ওখানে গেলে কি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে দেখা যাবে ? গুজরাতকে মানুষ চেনে দাঙ্গার জন্য । ট্রেন পোড়ানোর জন্য । আমরা এই বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেব না ।’’ 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে BJP । পাঁচটি জ়োনে পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে । সেই বিষয়ে জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘ওরা যত জনকে দায়িত্ব দিক না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় । তাঁর পাশেই রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতবর্ষে কেউ নেই । আগামী 100 বছরেও হবে না ।’’