পশ্চিমবঙ্গ

west bengal

48 বছরে "লাল পাহাড়ির দেশে যা", কী বললেন স্রষ্টা অরুণ চক্রবর্তী

By

Published : Mar 2, 2020, 1:19 PM IST

যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলছে "তু লাল পাহাড়ির দেশে যা" গানটি। একাধিক শিল্পী, একাধিক বাংলা ব্যান্ড গানটিকে নিজের মতো করে গেয়েছেন । তাতে মোটেও বিচলিত নন গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী । সম্প্রতি আসানসোলে এসে কবি অরুণ চক্রবর্তী জানালেন, " আমি খুশি। যে যেভাবেই গান না কেন,তাতে গানটা প্রাণ পাচ্ছে । বেঁচে থাকছে গানটি। " প্রায় 50 বছর আগে শ্রীরামপুর স্টেশনের একটি গাছ নিয়ে কবিতাটি লিখেছিলেন কবি অরুণ চক্রবর্তী । পরে সেটি গান হয় । উষা উত্থুপ প্রথম গানটিকে জনপ্রিয় করেন । পরে ভূমি ব্যান্ডের গাওয়া লাল পাহাড়ির দেশে যা মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে। বিতর্কও ছড়ায়। স্রষ্টার নাম নাকি আড়ালের চেষ্টা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলার মানুষ জানেন গানটির রচয়িতা কবি অরুণ চক্রবর্তী । স্রষ্টা অরুণবাবু ETV ভারতের মুখোমুখি হয়ে জানান, "72 সালে লেখা হয়েছিল কবিতাটি । তিনটে প্রজন্ম সেই গান শুনেছে ৷ ইতালি, ফ্রান্স, জার্মানি সহ সারা পৃথিবীর বাঙালিরা এই গানটি গাইছেন । যে যেভাবেই গাননা কেন আমি খুশি।"

ABOUT THE AUTHOR

...view details