International Day of Yoga : মায়াপুর ইসকনের প্রভুপাদ ঘাটে সাড়ম্বরে পালিত হল বিশ্ব যোগ দিবস - বিশ্ব যোগ দিবস
নদিয়ার মায়াপুর ইসকনের প্রভুপাদ ঘাটে সাড়ম্বরে পালিত হল বিশ্ব যোগ দিবস (International Day of Yoga) । মঙ্গলবার যোগ দিবসের সকালে মায়াপুরের ইসকন ভক্তরা যোগ দিবস পালন করলেন যোগ সাধনা করে । ভক্তি ও যোগের মাধ্যমে এদিন ইসকন ভক্তদের পাশাপাশি মায়াপুর ইসকনের বিভিন্ন বিভাগের ভক্তরাও যোগ দিবসে শামিল হন । ইসকনের কো-অর্ডিনেটর জগধাত্রী আচার্য জানান, আজ বিশ্ব যোগ দিবস শ্রী প্রভুপাদ বলেছেন যোগ অর্থের সমস্ত জীবকুলের সঙ্গে সম্পর্ক । আমরা বার্তা দিতে চাই শ্রী প্রভুপাদ যেমন গীতার বাণী সারাবিশ্বে প্রচার করছেন ঠিক সেইভাবে যোগের যথাযথ বাণী সুষ্ঠু ও স্বচ্ছ ভারত সম্পর্কে সকলে জানুক ।