রোহিঙ্গাদের বহিরাগত বলেন না, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার
2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির ‘‘পঞ্চপাণ্ডব"-কে রাজ্যে পাঠানো হয়েছে । BJP-র বিভিন্ন সাংগঠনিক জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা । যদিও রাজ্যের শাসকদল তাঁদের কটাক্ষ করতে ছাড়েনি ৷ মুখ্যমন্ত্রী BJP-র পাঁচ কেন্দ্রীয় নেতাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন । দুর্গাপুরে একটি অনুষ্ঠানে এসে BJP পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল এবার মুখ্যমন্ত্রীকে পালটা দিলেন ৷ তিনি বলেন,‘‘ যারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী বহিরাগত বলেন না । আমরা গোটা দেশকে এক মনে করি । তাঁর দলের আমলা , গামলা, নেতা, মন্ত্রীরা যখন হাথরসে যান তখন তাঁরা বহিরাগত হন না ।’’