জব ফেয়ার ; বাউল গানের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আহ্বান - চাকরির আবেদন জানাল সরকার
পশ্চিম মেদিনীপুরের জেলা কালেক্টরেটে জব ফেয়ার ৷ ওই চাকরি মেলায় বাউল গানের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আহ্বান জানানো হল চাকরির ফর্ম ফিল আপের জন্য ৷ মেলার উদ্বোধন করলেন জেলাশাসক রেশমি কমল ৷ সরকারি-বেসরকারি মিলিয়ে 370টি শূন্যপদের জন্য 4600 জন আবেদন করলেন ৷