Sushanta Ghosh on CM: ‘মমতা ভয়ঙ্করী এবং সর্বনাশী’, মুখ্যমন্ত্রীকে নিশানা সুশান্তর - Sushanta Ghosh on CM
মুখ্য়মন্ত্রীকে ভয়ঙ্করী এবং সর্বনাশী বলে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষ (Former Minister Sushanta Ghosh ) ৷ পূর্ব বর্ধমানের মেমারিতে সিটুর একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে তিনি এ কথা বলেন ৷ যেখানে সুশান্ত ঘোষ মন্তব্য করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ভয়ঙ্করী এবং সর্বনাশী ৷ তাঁকে দিদি বলে ডাকতে লজ্জা লাগে ৷ তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নাম উচ্চারণ করতেও তাঁর লজ্জা হয় ৷ আর মমতাকে দিদি বললে, ভাই ও দিদির সম্পর্কের অপমান করা হয় বলেও জানান সুশান্ত ঘোষ ৷ মূলত শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার-সহ তৃণমূল সরকারের উপর ওঠা নানাবিধ অভিযোগের সমালোচনায় এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় প্রাক্তন মন্ত্রীকে ৷