পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নাকা চেকিংয়ের সময় উদ্ধার 5 লাখ টাকার বিদেশি পাখি - bird recovery

By

Published : Nov 29, 2020, 5:46 PM IST

নাকা চেকিং করার সময় ভাঙড়ের চণ্ডীপুর থেকে প্রায় 5 লাখ টাকার বিদেশি পাখি উদ্ধার করল ভাঙড় থানার পুলিশ । ব্লাক ক্যাপ লড়িকেট ও চ্যাটরিং লড়িকেট নামের 14 টি পাখি উদ্বার করছে তারা ৷ যা অস্ট্রেলিয়ার পাখি বলে অনুমান পুলিশের । ঘটনায় একজনকে আটক করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, বাসন্তী হাইওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটায় নাকা চেকিং করছিল পুলিশ । তখন একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় লুকানো অবস্থায় পাখিগুলিকে দেখতে পাওয়া যায় । পরে খোঁজ নিয়ে জানতে পারে ওই পাখিগুলি কলকাতায় পাচার করা হচ্ছিল । তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details