পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sealdah Metro Station: ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম 3 যাত্রীর হাতেই শিয়ালদা মেট্রোর ফলক উন্মোচন - শিয়ালদা মেট্রো

By

Published : Jul 11, 2022, 10:26 PM IST

দীর্ঘ প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরের স্টেশন শিয়ালদার উদ্বোধন হল সোমবার (First Three Passengers Unveiled the Sealdah Metro plaque) । উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । মূল উদ্বোধনী অনুষ্ঠানটি হয় হাওড়া ময়দানে । রাজীব রায়, সোমা দে ঘোষ ও তীথি হালদার নামে তিনজন ফলক উন্মোচন এবং সবুজ ফ্ল্যাগ উড়িয়ে উদ্বোধন করেন রেকের যাত্রার । দু'বছর আগে 14 ফেব্রুয়ারি শহরে প্রথম যখন ইস্ট-ওয়েস্ট মেট্রো চলেছিল সেদিন প্রথম তিনজন যাত্রী ছিলেন এঁরা । তাই আজ তাঁদের হাত দিয়েই শিয়ালদা থেকে শুরু হল মেট্রো যাত্রা ।

ABOUT THE AUTHOR

...view details