পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire Incident in Mathurapur: লক্ষ্মীপুজোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল লক্ষাধিক টাকার মাছ

By

Published : Oct 9, 2022, 1:02 PM IST

কোজাগরী লক্ষ্মীপুজোর আগের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মাছের আড়ত । দমকলের 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানার অন্তর্গত খটিরবাজার এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মডার্ন ফিশ আড়তে হঠাৎ আগুন দেখতে পায় পথচলতি মানুষেরা । তড়িঘড়ি খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে ও দমকলকে । ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ কিন্তু আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মাছের আড়তটি । পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দু'টি দোকানেও । আড়তের মালিক মৌরুদ্দিন পেয়াদা জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক 6-7 লক্ষ টাকা ক্ষতি হয়েছে । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটে আগুন লেগেছে (Fire broke out at fish market Mathurapur South 24 Parganas) ।

ABOUT THE AUTHOR

...view details