পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dattapukur Fire Incident : দত্তপুকুরে বন্ধ সার কারখানায় আগুন, দমকলের 1টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে - Fire breaks out at closed fertilizer factory in Duttapukur

By

Published : Jun 6, 2022, 10:32 AM IST

উত্তর 24 পরগনার দত্তপুকুরের উত্তর গঙ্গাপুর এলাকায় বন্ধ সার কারখানায় আগুন (Fire breaks out at closed fertilizer factory in Duttapukur) ৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয়রাই বন্ধ সার কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে নিজেরাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ৷ কিন্তু, কাজ না হওয়ায় দমকলে খবর দেওয়া হয় ৷ দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । পাশের একটি জলাশয় থেকে প্রয়োজনে জল নিয়ে আগুন নেভানো হয় ৷ স্থানীয়দের অভিযোগ কারখানার ভিতরে খড় এবং শুকনো কাঠ ছিল, সেখানেই কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দমকল এবং দত্তপুকুর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details