পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 1, 2022, 4:52 PM IST

ETV Bharat / videos

Extensive Damage for Kalbaishakhi Storm : কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাগরে, নষ্ট হল পানের বরজ

প্রথম কালবৈশাখী ঝড়ে দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি (Extensive Damage in Coastal Area of S24 Pargana Due to Kalbaishakhi Storm) ৷ ঝড়ের দাপটে গঙ্গাসাগরের শিবপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ক্ষতি হয়েছে ৷ কয়েকটি কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ ভেঙে গিয়েছে বহু বাড়িঘর ৷ ফলে মাথা উপর সামান্য ছাদটাও এখন নেই বহু মানুষের ৷ সেই সঙ্গে প্রথম কালবৈশাখী ঝড়ে পান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে (Damage in Betel Leaf Cultivation Due to Kalbaishakhi Storm) ৷ শনিবার সন্ধ্যার কালবৈশাখীর প্রভাবে গঙ্গাসাগরের শিবপুর, কচুবেড়িয়া, কষতলা, ফুলবাড়ি, বকুলতলা সহ একাধিক জায়গায় পানের বরজ ভেঙে গিয়েছে ৷ এর ফলে প্রচুর পান নষ্ট হয়েছে ৷ রবিবার দিনের আলো ফুটতে শেষ সম্বলগুলি আগলে রাখার চেষ্টায় লেগেছেন সাগরদ্বীপের বাসিন্দারা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details