WB By Poll Result 2022 : বালিগঞ্জে বিজেপি চতুর্থ স্থানে, কড়া টক্কর দিচ্ছেন বাম প্রার্থী সায়রা - বালিগঞ্জ বিধানসভায় 18 থেকে 19 রাউন্ডে গণনা
বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম । ইতিমধ্যেই শেষ হয়েছে ইলেকশন ডিউটি ভোটের গণনা । জানা গিয়েছে, বালিগঞ্জ বিধানসভায় 18-19 রাউন্ডে এবং আসানসোল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে 14-15 রাউন্ডে গণনা হবে । জেলার নির্বাচন অফিস থেকে এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, চতুর্থ রাউন্ডের পর : তৃণমূল কংগ্রেস : 13000 সিপিআইএম : 2603 কংগ্রেস : 2603 বিজেপি : 771 অর্থাৎ, তথ্য বলে দিচ্ছে সিপিআইএম চতুর্থ রাউন্ডের শেষে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে । আরও জানতে চোখ রাখুন ইটিভি ভারতের পর্দায় (ETV Bharat Election Result from State Election Office in Kolkata) ৷