Elephant Entering a Hotel : হট জা সামনে সে, দরজা ঠেলে হোটেলে ঢুকছে রামলাল... - salboni news
স্বভাবে শান্ত হিসেবেই পরিচিত একদা দলমা পাহাড়ের বাসিন্দা হাতি রামলাল ৷ আজ পর্যন্ত কারোর কোনও ক্ষতি করেনি ৷ ইদানীং সে ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে বলাই ভাল ৷ সকলে ভালবেসে তার নাম দিয়েছে রামলাল ৷ মঙ্গলবার দুপুরে তাকে দেখা গেল একটি হোটেল কাম রেস্টুরেন্টের গেট ঠেলে ভিতরে ঢুকতে (Elephant Entering a Hotel) ৷ ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের শালবনি এলাকার ঘটনা । রামলালকে খাবারের খোঁজে প্রায়ই জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে হানা দিতে দেখা যায় । কখনও আবার রাজ্য সড়কে গাড়ি থামিয়ে খাবারের খোঁজ করে সে ৷ কিন্তু এদিন খাবারের খোঁজে রাজ্য সড়কের পাশে থাকা গ্রীন ভিউ রেস্টুরেন্ট ও হোটেলের গেট খুলে সটান ভিতরে ঢুকে পড়ে রামলাল (Elephant Entering a Hotel cum Restaurant in Jhargram)। তাকে দেখে প্রথমে একটু আতঙ্কিত হয়ে উঠেন হোটেলে থাকা পর্যটকরা । তবে কিছুক্ষণ ঘোরাফেরা করে খাবার না পেয়ে অবশেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রামলাল ।