Dengue Awareness Campaign ডেঙ্গি সচেতনতা প্রচারে নামল বিধাননগর পৌরনিগম
বৃষ্টির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির মশা ৷ সেই সঙ্গে ডেঙ্গি সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্যে ৷ সেই পরিস্থিতিতে এ বার ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা প্রচার শুরু করল বিধাননগর পৌরনিগম (Dengue Awareness Campaign) ৷ অর্জুনপুর, দেশবন্ধুনগর সহ বিধাননগরের একাধিক এলাকায় আজ ডেঙ্গি সচেতনতার প্রচার করা হয় পৌরনিগমের (Bidhannagar Municipality Corporation) তরফে ৷ এ দিন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে পদযাত্রার আয়োজন করা হয় কর্তৃপক্ষের তরফে ৷ যে সচেতনতা প্রচারে পা মেলালেন পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলররা ৷