পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Behala TMC Inner Clash Protest : বেহালায় গোষ্ঠীদ্বন্দ্বের জের, রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ - demonstration at ratna chattopadhyay house in behala due to sectarian conflict

By

Published : Apr 14, 2022, 5:04 PM IST

বেহালার চড়কতলা 121 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় যার নাম উঠে এসেছে, সেই বাবন বন্দ্য়োপাধ্য়ায় এখনও পর্যন্ত অধরা ৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এরই মধ্য়ে আজ বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে 121 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মহিলারা এসে বিক্ষোভ দেখান (Protest at Ratna Chatterjee house) ৷ মহিলাদের বক্তব্য, বাবনকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ যেন তাদের কোনও বিরক্ত না করে । তবে এ বিষয়ে রত্না চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনেই ঘটনাটি দেখছেন ৷ থানায় বাবন যদি আত্মসমর্পণ না করে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

ABOUT THE AUTHOR

...view details