নিখোঁজ ব্যাক্তির দেহ উদ্ধার হল ইটভাটার নালা থেকে - দত্তপুকুর
নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল বাড়ির অদূরে ইটভাটার নালা থেকে।নালার কাঁদায় মুখ থুবড়ে পড়ে ছিল মৃতদেহ।গলায় ছিল গভীর ক্ষতের চিহ্ন।তা দেখে পরিবারের অনুমান খুন করা হয়েছে নিখোঁজ ব্যক্তি দেবানন্দ মন্ডল(৫০)-কে।ঘটনাটি দত্তপুকুরের জগন্নাথপুর এলাকার।ঘটনার পর পুলিশ দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।কি কারনে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।