পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TMC MLA on CBI And ED: ইডি, সিবিআই'কে কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে তৃণমূল বিধায়ক - সিবিআই ইডিকে কুকুর বললেন তৃণমূল বিধায়ক

By

Published : Sep 10, 2022, 9:08 PM IST

সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন বীরভূমের হাঁসন কেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায় (TMC MLA of Hansan) ৷ শনিবার বীরভূমের নলহাটি দু'নম্বর ব্লকের লোহাপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল । সেই সভায় অংশ নিয়ে তাঁর কটাক্ষ, বিধানসভায় যে ধাক্কা তারা (বিজেপি) পেয়েছিল সেটা, ভুলতে পারছে না । তাই তো তাদের যে কুত্তা আছে, সেগুলি হল ইডি আর সিবিআই, সেই কুকুরগুলিকে লেলিয়ে দিয়েছে । কামড়ে বেড়াচ্ছে চারিদিকে (Comment of TMC MLA Asok Chattopadhyay)। এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৷

ABOUT THE AUTHOR

...view details