CSC recruitment Demand: কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকায় নাম থাকলেও হয়নি নিয়োগ, প্রতিবাদে কাশফুল দিয়ে বালিশ তৈরি প্রার্থীদের - College Service Commission candidates protest
নিয়োগের দাবিতে অভিনব প্রতিবাদ হবু অধ্যাপকদের । পুজোর আগে কাশফুলের বালিশ তৈরি করে রবিবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে চলল বিক্ষোভ ৷ প্রতিবাদীদের দাবি, 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের (WB College Service Commission) অধ্যাপক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি (College Service Commission recruitment)৷ এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয় (protest of College Service Commission candidates) ৷