Child Theft at Durgapur: দুর্গাপুর হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ - দুর্গাপুর হাসপাতাল
দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে সদ্যোজাত চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Child theft at Durgapur) । সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভাদু সিং নামে এক মহিলা ৷ অভিযোগ, সেই সময় এক মহিলা তাঁকে সাহায্য করার অছিলায় হুইল চেয়ারে ঠেলে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে যেতে চায় ৷ প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী ওই মহিলাকে । মঙ্গলবার দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাবারের বাসন নামাতে বাইরে যান ওই মহিলা ৷ এরই মধ্যে ঘটে যায় চুরির ঘটনা । মহিলার অভিযোগ, আগ বাড়িয়ে সাহায্য করতে আসা ওই মহিলাই তাঁর শিশুকে চুরি করেছে । পুলিশ তদন্ত শুরু করেছে । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছে ।