Tarapith Temple: আজ তারাপীঠে দেবীর আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে পূণ্যার্থীদের ভিড়
আজ তারাপীঠে (Tarapith Temple) দেবীর আবির্ভাব তিথি ৷ পূরাণ মতে শুক্ল চতুর্দশী তিথিতে দেবী তারার আবির্ভাব হয়েছিল ৷ সেই উপলক্ষ্যে আজ দেবীর বিগ্রহ তারাপীঠের মূল মন্দির থেকে বের করে নাট মন্দিরে বসানো হয় ৷ দিনভর সেখানে থাকার পর সন্ধ্যেয় ফের দেবীর মূর্তি মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় (Celebrating The Appearance of Devi Tara) ৷ কথিত আছে দ্বারকা নদী দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় চণ্ডীপুরে নোঙর করেছিলেন বণিক জয় দত্ত ৷ সেই সময় সাপের কামড়ে তাঁর ছেলের মৃত্যু হয় ৷ তখন বণিকের পরিচারকরা রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পুকুরের জলে ধুতে গিয়ে দেখেন মাছটি জীবিত হয়ে জলে চলে যাচ্ছে ৷ বিষয়টি বণিককে জানালে, তিনি মৃত ছেলেকে সেই পুকুরের জলে স্নান করান ৷ আর বণিকের মৃত ছেলে প্রাণ ফিরে পায় ৷ অলৌকিক এই ঘটনার রাতেই স্বপ্নাদেশ পান বণিক জয় দত্ত ৷ সেই দিনটি ছিল শুক্ল চতুর্দশী ৷ সেই থেকেই শুক্ল চতুর্দশীর দিনটিকে দেবী তারার আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয় ৷ আজকের দিনেই সাধারণ মানুষ দেবীর মূর্তিকে স্পর্শ করে পুজো দিতে পারেন ৷