পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Party Office : বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ঘিরে রণক্ষেত্র, রক্তাক্ত বিজেপি কর্মী - বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ঘিরে রণক্ষেত্র রক্তাক্ত বিজেপি কর্মী

By

Published : May 21, 2022, 6:47 PM IST

বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর ঘিরে রণক্ষেত্র (BJP Party Office) নদিয়ার কল্যাণী । বিজেপি এসসি মোর্চা জেলা সভাপতিকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ । ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার 1 নং ওয়ার্ডের অনুকূল মোড়ের । জানা গিয়েছে, নদিয়া কল্যাণী পৌরসভার তরফ থেকে 1নং ওয়ার্ডের অনুকূল মোড় এলাকায় রাস্তার পাশে থাকা বিভিন্ন দোকান ভাঙ্গার কাজ চলছিল । সেখানে দীর্ঘদিন ধরেই বিজেপি একটি দলীয় কার্যালয় ছিল বলে জানা যায় । ঠিক অন্যান্য দোকানপাট ভাঙার সঙ্গেই পৌরকর্মীরা বিজেপির দলীয় কার্যালয়টি ভাঙতে যায় । তখনই পৌরকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা । তাঁদের দাবি পৌরকর্মীরা কার্যত তৃণমূল নেতাদের নির্দেশে কাজ করছে । তার কারণ দীর্ঘদিন ধরেই এই দলীয় কার্যালয় ছিল ওই ঘটনাস্থলে । এবিষয়ে নদিয়া জেলা দক্ষিণে এসটি মোর্চার সভাপতি শ্রীনিবাস মন্ডল বলেন, "যারা পৌরকর্মী হিসেবে কাজ করতে এসেছিল তারা প্রত্যেকে তৃণমূলের সক্রিয় কর্মী । আমি প্রতিবাদ করায় প্রথমে আমার উপর চড়াও হয়ে কিল ঘুষি মারা হয় । এরপর একটি ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ ।"

ABOUT THE AUTHOR

...view details