অশান্তি পাকিয়েছেন পায়েল নিজেই, অভিযোগ রত্নার
বেহালা পূর্বের বিজেপির প্রার্থী পায়েল সরকার তৃণমূলের শক্ত ঘাঁটিতে অশান্তি করতে চেয়েছিলেন ৷ তাই তিনি 143 নম্বর ও 142 নম্বর ওয়ার্ড ছাড়া অন্য় কোনও ওয়ার্ডে যাননি ৷ এই অভিযোগ করলেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘পরিকল্পনামাফিক নিজের গাড়িতে নিজেই হামলা চালিয়েছেন পায়েল ৷’’ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ করেন তিনি ৷