Bishakto Manush Trailer Out: মুক্তি পেল 'বিষাক্ত মানুষ'-এর ট্রেলার, কী বলছেন কুশীলবরা ?
সানি রায়ের পরিচালনায় পর্দায় আসছে এক নেক্রোফিলিক-এর গল্প 'বিষাক্ত মানুষ'। 'নেক্রোফিলিক' অর্থাৎ যারা মৃতদেহের প্রতি আকর্ষণ অনুভব করে এবং মৃতদেহের সঙ্গে যৌনতায় জড়াতে চায় । ‘বিষাক্ত মানুষ’-এর গল্পটি লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায় । গল্প আবর্তিত হয় ফাঁসির সাজাপ্রাপ্ত তৌফিক আসিফ ও এক লেখকের মানসিক টানাপোড়েনকে কেন্দ্র করে । অগ্নিভ বসু নামক এই ব্যর্থ লেখকের পর পর তিনটে বই বাজারে চলেনি । এখন তার পরিচয় হয় নেক্রোফলিক সিরিয়াল কিলার তৌসিফের সঙ্গে ৷ কয়েকদিন বাদেই তার ফাঁসির সাজা হয় ৷ অগ্নিভ চায় তৌসিফকে নিয়ে একটা গল্প লিখতে ৷ তৌসিফকে নিয়ে বই লেখার পরিকল্পনা কি সফল হবে অগ্নিভর ? উত্তর মিলবে 'বিষাক্ত মানুষ'-এর গল্পের পরতে পরতে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, সুমনা দাস, জিনা তরফদার, রুপসা চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিনহা মিত্র, যুধাজিত সরকার, রানা বসু ঠাকুর, শুভম-সহ আরও অনেকে। সোনম মুভিজের প্রযোজনায় আসছে ‘বিষাক্ত মানুষ’ । এদিন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হন ছবির প্রায় প্রত্যেক কুশীলব (Bidhakto Manush Actors Share Their Thoughts)।
TAGGED:
Bidhakto manush