পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

LPG Gas Cylinder: বেআইনিভাবে বাড়িতে মজুত প্রায় 73টি গ্যাস সিলিন্ডার, গ্রেফতার 1 - এলপিজি গ্যাস সিলিন্ডার

By

Published : Jul 28, 2022, 9:13 PM IST

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি এলপিজি গ্যাস সিলিন্ডার(LPG Gas Cylinder)বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ ধূপগুড়ি পৌরসভার 9নং ওয়ার্ডে অপু ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার দুপুরে আধিকারিক সৈকত ভদ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় 73টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(1 arrested due to illegal lpg gas cylinders stored in house at dhupguri)৷ তার বাড়িতে মজুত ছিল প্রায় 70টি খালি এবং 3টি ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয় । আইওসিএল, ভারত গ্যাস এবং এইচপি এই তিন সংস্থারই গ্যাস সিলিন্ডার উদ্ধার হয় এদিন ৷ প্রথমে গৃহকর্তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় ।

ABOUT THE AUTHOR

...view details