পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mamata Banerjee : "মিল ঝুলকে জুমলা কর দিয়া", মোদিকে কটাক্ষ মমতার - Siliguri

By

Published : Oct 24, 2021, 9:54 PM IST

শিলিগুড়িতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি সরকারকে তুলোধোনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশে ঢেড়া পেটানো হচ্ছে 100 কোটি ডোজ হয়ে গিয়েছে। কিন্তু, ওটা তো দুটো ডোজ মিলে ৷ মিল ঝুলকে জুমলা কর দিয়া ৷" তিনি আরও বলেন, " টিকাকরণের বাংলা প্রথম। বাংলার চিকিৎসক নার্স এবং আশাকর্মীরা যেভাবে টিকা দিতে পারে তা অন্য কোনও রাজ্য পারে না। মনে রাখবেন যারা ঢাক, তালি, থালি, ঘণ্টা বাজায় তাদের বলি কাজ করে ঘণ্টা বাজান। আমার রাজ্যের জন্য প্রয়োজন 14 কোটি টিকার। কিন্তু আমাকে দেওয়া হয়েছে 7 কোটি টিকা। আমার থেকে ছোট রাজ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাদের আমার থেকে বেশি টিকা দেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details