বঙ্গসফরে সাগরে তর্পণ শাহ-র - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
বঙ্গসফরে সাগরে পুণ্যার্জন শাহ-র ৷ বৃহস্পতিবার দুপুর পৌনে 1টা নাগাদ কপ্টারে সাগরে পৌঁছান অমিত শাহ । হেলিপ্যাডে নামতেই তাঁকে স্বাগত জানান জেলা বিজেপির কার্যকর্তারা । এদিন প্রথমে গঙ্গাসাগরের জলে নেমে তর্পণ করেন, পরে কপিলমুনির আশ্রমে পুজো দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সাগরের ভারত সেবাশ্রম সংঘে গিয়ে আশ্রমের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান শাহ ৷ সাগর থেকে হেলিকপ্টারে নামখানার সভার উদ্দেশে রওনা দেন তিনি ।
Last Updated : Feb 18, 2021, 7:12 PM IST