পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হিরো থেকে ভিলেন ! - হিরো থেকে ভিলেন ;সৌজন্যে জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Mar 3, 2021, 4:18 PM IST

গতকাল ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ৷ দল ছাড়ার সঙ্গে সঙ্গে জিতেন্দ্র তিওয়ারিকে 'বেইমান' , 'মীরজাফর' , 'চোর' তকমা দিল পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কর্মীরা ৷ পাশাপাশি তাঁর ছবিতে জুতো ছুঁড়ে , লাথি মেরে , বাজানা বাজিয়ে আনন্দে মেতে ওঠে তারা ৷ জিতেন্দ্রর বিজেপিতে যাওয়ার খুশিতে, আজ সকালে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা যমুনা ধীবরের নেতৃত্বে পাণ্ডবেশ্বরের এরিয়া অফিস মোড়ে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে 'সেলিব্রেট' করতে শুরু করেন ৷ জিতেন্দ্রর কুশপুত্তলিকা পোড়ানোর সঙ্গে স্লোগান ওঠে 'জিতেন্দ্র চোর হ্যায়' ৷ যদিও গেরুয়া শিবিরের অনেক নেতাই জিতেন্দ্রকে নিয়ে প্রথম থেকেই অখুশি ছিলেন ৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন গেরুয়া নেতৃত্বরা ৷ এখন দেখার জিতেন্দ্র কতটা খুশি করতে পারে তাঁর নতুন দলকে !

ABOUT THE AUTHOR

...view details