আরও বেশি ভোটে জিতব, আত্মবিশ্বাসী চিরঞ্জিৎ - Chiranjeet Chakraborty Exclusive Interview
তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে । বারাসত বিধানসভা কেন্দ্র থেকে ফের একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী । প্রার্থী তালিকা ঘোষণার পর ইটিভি ভারতের মুখোমুখি তিনি । এগারোর পালাবদলের ভোটে এবং ষোলো সালের ভোটে... দু'বারই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারাসত কেন্দ্র থেকে । এবার কি বারাসতে হ্যাট্রিক করতে পারবেন তিনি ? চিরঞ্জিৎ চক্রবর্তী কিন্তু বলছেন, তিনি এবার আগের থেকে আরও বেশি ভোটে জিতবেন ।