পার্থর নিশানায় কমিশন , ছবি প্রকাশ হোক চান সব্যসাচী - PARTHA CHATTAPADHYAY
ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে কমিশনে নালিশ জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এদিকে কমিশনে ঘটনার ছবি প্রকাশ করার দাবি জানান বিজেপি নেতা সব্যসাচী দত্ত ।