বেনাচিতির বস্তি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির বেনাচিতির বস্তি এলাকার নাগরিকদের নিশ্চিন্তে ভোট দেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা । সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও । 26 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে । নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে চলে এসেছে । নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আরও বেশি তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ।