টিকিট পাননি 10 বছরের তৃণমূল বিধায়ক, বিক্ষোভ ইটাহারে - west bengal assembly election 2021
দীর্ঘ 10 বছরের তৃণমূল বিধায়ক অমল আচার্যকে নির্বাচনের টিকিট না দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন ইটাহারের মানুষের । প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যের অনুগামীরা শুক্রবার সন্ধ্যে থেকে ইটাহার চৌরাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে । পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । তৃণমূল সমর্থকদের দাবি, দলের সুপ্রিমো যতক্ষণ না পর্যন্ত ঘোষিত প্রার্থী মোশারফ হোসেনকে সরিয়ে অমল আচার্যকে প্রার্থী হিসেবে ঘোষণা করছেন, ততক্ষণ এই অবরোধ কর্মসূচি চলবে ।